-
- সারা দেশ
- চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
- আপডেট টাইম : ডিসেম্বর, ১৬, ২০২২, ৪:৩৬ অপরাহ্ণ
- 215 বার পঠিত
মোঃফারুক হোসেন চাঁপাইনবাবগঞ্জ
যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় সামনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলক ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, জোলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব মোখলেসুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,জেলা ছাত্র লীগের সভাপতি সাইফ জামান আনন্দ, প্যানেল মেয়র আরমান আলী, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল মাসুদ সহ প্রমুখ।
এই ক্যাটাগরীর আরো খবর
Leave a Reply