বাংলা চলচ্ছিত্রের জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী -অধরা খান।তিনি দেখতে যেমন অপরূপ সুন্দরী তেমনি অসাধারণ একজন অভিনেত্রী। মাতাল সিনেমার মধ্যদিয়ে অভিষেক হয় এই নায়িকার। প্রথম সিনেমার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিল দর্শক।এর পর -নায়ক ও পাগলের মতো ভালোবাসি চলচ্চিত্রে অভিনয় করে নতুন ভাবে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
বরাবরের মতো অধরা খানের অভিনয় ছিল চোখে পড়ার মতো।
বর্তমানেও তিনি আলোচনার শীর্ষে রয়েছেন মুক্তির অপেক্ষায় থাকা -সুলতানপুর -চলচ্চিত্রের জন্য।জদিও এর আগে এই সিনেমার নাম ছিল-বর্ডার।কিন্তু বর্তমানে এর নাম -সুলতানপুর।
এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি।
সুলতানপুর নিয়ে এই অভিনেত্রী বলেন -সত্যি কথা বলতে অসাধারণ একটি সিনেমা সময়ের সাথে তাল মিলিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি।আমি বিশ্বাস করি দর্শকরা নতুন এক গল্পে নতুন এক অধরা কে দেখতে পারবে।জদিও সিনেমার সব গল্প আমি এখানে বলতে চাই না।কারন আমি চাই দর্শক হলে গিয়ে সিনেমাটি অপভোগ করুক।
সুলতানপুর ছবিটির কাহিনী লিখেছেন আসাদ জামান অধরা খান ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন,ফারুক,সাঞ্জু জন।রাশেদ মামুন অপু।মৌমিতা মৌ,শাহিন মৃধা প্রমুখ।ছবিটি প্রযোজনা করেছেন ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।
বিনোদন প্রতিনিধি -রাজু আহমেদ অপু।
Leave a Reply