নিঝুম রুবিনা বাংলাদেশের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম সুন্দরী একজন চলচ্চিত্র অভিনেত্রী।
উপহার দিয়েছেন বেশ কিছু ভালো গল্পের সিনেমা।বর্তমানে তিনি চলচ্চিত্রের পাশাপাশি ভালো গল্পের নাটকেও কাজ করে যাচ্ছেন।
দীর্ঘ দিন পর আবারো চুক্তিবদ্ধ হলেন নতুন চলচ্চিত্রে। ছবির নাম-বন্ধু তুই আমার।পরিচালনায় -আনোয়ার শিকদার।প্রযোজনায় -রেনস মাল্টিমিডিয়া।
নিঝুম রুবিনা বলেনঃ সত্যি কথা বলতে দারুন একটি গল্প আমার ভিষণ ভালো লেগেছে তাই চুক্তিবদ্ধ হয়েছি আশা করি দর্শক সুন্দর ভাবে নিবে এই চরিত্রে আমাকে।জদিও সব কিছু এখন বলতে চাইনা।কারন আমি চাই দর্শক হলে গিয়ে উপভোগ করুক।
তিনি আরো বলেনঃ চলচ্চিত্রে।পাশাপাশি ভালো গল্পের নাটকে কাজ করবো আমি চাই সব ধরনের গল্পে নিজেকে উপস্থাপন করতে কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতেছি তাছাড়া বর্তমানে ভিবিন্ন ধরনের টকশো ও পারফর্মেন্স করতেছি।
আরো অনেক গুলা নাটকে চুক্তিবদ্ধ হয়েছি। সব মিলিয়ে বর্তমানে কাজের একটু ব্যস্ততা রয়েছে।
নিঝুম রুবিনা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে রাহুল রওশন এর বেসামাল মুভিটি।
বিনোদন প্রতিনিধি -রাজু আহমেদ অপু।
Leave a Reply