শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে পিকনিকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ১৩ কিশোর আহত হয়েছে।আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে গৌরীপুরের শিবপুর এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।
দূর্ঘটনায় যারা আহত হয়েছেন তারা হলেন-রেজাউল মিয়া (১৫), মো. হুমায়ন কবির (১৮), শাহীন (১৭), অপু মিয়া (১৭), আশিক (১৭), শাকিল (১৫), আবু রায়হান (১৭), আবু সাইদ (২০), জাকারিয়া (১৬), নূর-ইসলাম (১৮), রুবেল (২০), কামরুল ইসলাম (২০), ইটনু মিয়া (১৭)।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায় , পিকআপে করে প্রায় ২৫ থেকে ৩০ জন কিশোর ঈশ্বরগঞ্জ থেকে জেলা সদরের দিকে আসছিল। ওই পিকআপে দুটি বড় সাউন্ড বক্স উচ্চ শব্দে বাজিয়ে হই-হুল্লোড়সহ নাচানাচি করছিল কিশোররা। গাড়িটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের শিবপুরে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের ইশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাইনি। আহতরা ইশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
Leave a Reply