নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দায় ব্যক্তিমালিকানার ভোগদখলীয় জমি জবরদখল করে বসতঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে জবরদখলের এ ঘটনায় মান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী শ্রীরামপুর গ্রামের আবুল হোসেন বলেন, শ্রীরামপুর মৌজায় পৈত্রিক সূত্রে সাড়ে ৬ শতক জমির মালিকানা লাভ করেন। তিনি অভিযোগ করে বলেন, নওগাঁ আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও স্থানীয় পাতিনেতা সহ মান্দা থানার উপপরিদর্শক খলিলুর রহমানের হুকুমে ফরেজ হোসেনের ছেলে অকিম উদ্দিন পাকা ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান।
অভিযুক্ত অকিম উদ্দিন বলেন, পৈতৃক সূত্রে জমির মালিক আমি এবং মান্দা থানার উপ পরিদর্শক খলিলুর রহমান ও গ্রাম্য চৌকিদারসহ এলাকার কিছু মাতব্বরের হুকুমে এই জমিতে ঘর নির্মাণ করছি এই বলে এড়িয়ে যান।
মান্দা থানার উপপরিদর্শক খলিল হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল প্রায় সাতবারের মতো পরিদর্শন করা হয়েছে। যেহেতু ওই জমির মামলা আদালতে চলমান, আমি ঘর নির্মাণের জন্য কাউকেও নির্দেশ বা হুকুম দেওয়া হয়নি। এটা খুব দুঃখজনক বিষয়। এ বিষয়ে মান্দা থানা অফিসের ইনচার্জ নুর মোহাম্মদ সাথে কথা হলে তিনি জানান, এ বিষয়টি অবগত না, জানলাম এই মুহূর্তে পুলিশ পাঠিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার নেওয়া হবে।
এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার রাশিদুল হকের সাথে কথা হলে, তিনি জানান জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান থাকলে, পুলিশের কোন কিছু করার থাকে না আদালতের উপর।
একমাত্র আদালত এর রায় দিতে পারেন।
এ বিষয়ে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply