মোঃফারুক হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিল শেষে কেক কাটেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বক্তৃরা বলেন, ১৯৬৪ সালের এই দিনে ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র আলহাজ্ব মোখলেসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি
জোহা, সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, উপ দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা,পৌর যুব মহিলা লীগের সভাপতি জুই আকতার,সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply