সোহেল রানা বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে উদযাপন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী। দ্বিতীয় বারের মতো সারাদেশে একযোগে তার জন্মদিনকে শেখ রাসেল দিবস হিসেবে উদযাপন করা হল।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় বাগেরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্যরালী বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেস হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply