স্টাফ রিপোর্টার:
সৃজনশীল সাংবাদিকতায় প্রতিটি সাংবাদিক-ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তেমনি একজন সময়ের সাহসী তরুণ সাংবাদিক এস আর সাকিল।
আজ ১২ই অক্টোবর তরুণ সাংবাদিক ও ওয়ের ডিজাইন & ডেভেলপার এস আর সাকিল’র শুভ জন্মদিন। এই ১৯৯৮ সালের এই দিনে তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৬নং পাড়ইল ইউপি ৪নং ওয়ার্ড এর তুলার বাঐল গ্রামে তার পিতা-মাতার ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করেন।
যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। যিনি সত্যর সন্ধানে রত নির্ভীক সাংবাদিক, জীবনে সুখ বিলাস লোভে মোহ ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদি। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদন্ধি। অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না যিনি তিনি আর কেউ নয়। তিনি এ সময়ের প্রিয় সাংবাদিক সকলের প্রিয় ব্যাক্তি এস আর সাকিল।
সাংবাদিকতার শুরুটা ২০১৮সালে করেন তিনি।
দেশ নিউজ টিভি ও দেশের কন্ঠ২৪ ডট কম এর মাধ্যমে।আর সেই থেকেই সাংবাদিকতার হাতেখড়ি পেয়েছিলেন আর পাশে ছিলেন দেশ নিউজ টিভি’র চেয়ারম্যান মীর আক্তারুজামান তারেক ও দেশের কন্ঠ২৪. কম এর সম্পাদক সৈয়দ শফিকুর রহমান পলাশ। পরবর্তীতে দৈনিক সময়ের সংগ্রাম,দুরন্তটিভি২৪. কম, দৈনিক ক্রাইম তালাশ, নিউজ টাইম বিডি ইত্যাদি জনপ্রিয় পত্রিকাতে নিয়মিত কাজ করে আসছেন।
তার জন্মদিনে বিভিন্ন জেলা-উপজেলার সাংবাদিকগণ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
সাংবাদিক এস আর সাকিল জানান, রাত থেকে ভালো লাগছে অনেক,প্রতি বছরের ন্যায় এ বছরেও প্রথম শুভেচ্ছা পেয়েছি প্রিয় মানুষটির কাছথেকে। পরবর্তীতে আমার কাছের দূরের এত এত মানুষ শুভেচ্ছা জানাচ্ছে, সবার শুভেচ্ছার উত্তর দেয়ার চেষ্টা করছি। আমার পরিবার আমাকে রাতে সারপ্রাইজ দিয়েছে। এবছরেও তার কোনো কমতি ছিলোনা।
তার এই জন্মদিনে “দৈনিক সময়ের সংগ্রাম ” পরিবারের পক্ষ থেকে রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা
Leave a Reply