মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির উপজেলা ও পৌর শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১অক্টোবর বিকেলে মধুপুর কল্লোল সিনেমা হলের পাশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সাংসদের ভাইস চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে( মধুপুর-ধনবাড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরকার সহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ সভাপতি আঃ মালেক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন খান বাবলুসহ উপজেলা ও পৌর বিএনপির সকল নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে বক্তারা বলেন, মধুপুর বিএনপিকে বেগবান এবং আগামী দিনের আন্দোলনকে সফল করতে হলে সরকার সহিদের বিকল্প নেই।
Leave a Reply