আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
“সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার” এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে এক আনন্দ র্যালী বের হয়। মধুপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৪অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে কেককাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার রিভা, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. রশিদ সহ মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগন এসময় উপস্হিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply