মোঃফারুক হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে। আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদের নেতৃত্বে জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের হুজরাপুর এলাকা হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান।
তিনি বলেন, রাজনীতির পথচলায় নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের উন্নত জীবন নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। তার নেতৃত্বের কারণে বদলে গেছে বাংলাদেশ। মনে রাখতে হবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সবকিছুর উর্দ্ধে থেকে দলকে সুসংগঠিত করতে হবে। পরে নেতৃবৃন্দরা কেক কাটেন। শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, য্গ্মু সম্পাদক ও চাঁপাইনববগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, জেলা আ.লীগের সদস্য সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি এমপি, সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ রোকনউজ্জামান, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা,সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, সদর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক লেনিন প্রমানিক,পৌর যুব লীগের সভাপতি রাকিবুল হাসান বীরু,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সাধারণ সম্পাদক হালিমা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার সহ জেলা ছাত্র লীগের সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডাঃসাইফ জামান আনন্দ প্রমূখ।
##
Leave a Reply