মোঃফারুক হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, সাবেক ছাত্রনেতা সদর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল মাসুদ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে মনোনয়ন দাখিলের শেষ দিনে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এসময় আরও উপস্থিত ছিলেন,
চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব মোখলেসুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, সদর উপজেলা আওয়ামী সভাপতি আজিজুর রহমান, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ,ও
সমর্থকদের সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের পর তিনি বলেন, জনগণের পাশে থেকে উন্নয়ন করার প্রত্যয় নিয়ে আসন্ন ১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিয়েছি। নির্বাচনে অংশ নিয়ে সদস্য নির্বাচিত হয়ে সদর উপজেলা ( ১নং ওয়ার্ড)
জনগণের সেবা করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, কোনরকম অনিয়ম-দূর্নীতি আশ্রয় না নিয়ে শুধুমাত্র জনগনের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে চাই। জনগণের সেবক হিসেবে নিজেকে উৎসর্গ করতে চাই আমি। এলাকার অসহায় দরিদ্র খেটে-খাওয়া মানুষের জন্য কাজ করতে চাই। এসময় সকলের দোয়া ও সর্মথন চেয়েছেন আব্দুল জলিল মাসুদ।
Leave a Reply