মোঃ নাজমুল হক সেলিম
নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে দেশের স্বনামধণ্য জাতীয় দৈনিক “যুগান্তরের” কেক কেটে ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের নিয়ামতপুর প্রতিনিধি রেজাউল ইসলাম সেলিম এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার নিয়ামতপুর প্রতিনিধি সিরাজুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, ওসি হুমায়ন কবির ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা প্রকৌশলী নুর এ আলম সিদ্দিকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মতিউর রহমান, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শাহজাহান শাজু, প্রেসক্লাবের উপদেষ্টা উৎপল সরকার পিন্টু, দৈনিক গণকণ্ঠের স্টাফ রিপোর্টার আলমগীর মণ্ডল, দৈনিক সময়ের সংগ্রামের প্রতিনিধি নাজমুল হক সেলিম, দৈনিক মাতৃভূমির খবরের প্রতিনিধি রুহুল আমিন শেখ, সাংবাদিক রণজিৎ প্রমূখ। আলোচনার শুরুতেই আগত অতিথিদের স্বাগত জানান যুগান্তর প্রতিনিধি। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সত্যের সন্ধানে নির্ভিক যুগান্তরের উত্তরাত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। পরে হাতে হাত মিলিয়ে একসাথে “যুগান্তরের” প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা। এরপর প্রধান অতিথির মুখে কেক তুলে দেন যুগান্তর প্রতিনিধি রেজাউল ইসলাম সেলিম।
Leave a Reply