আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মধুুপুর উপজেলা চত্বরে ৩দিন ব্যাপি কৃষি মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহকারী কমিশনার(ভূমি) জাকির হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠীনা নকরেক, মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান সাদিক, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন প্রমুখ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ আল মামুন রাসেল। তিনি কৃষির উপর সকলকে জোর দেওয়ার কথা বলেন এবং বাড়ির আশপাশের খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন। কৃষি মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু। অনুষ্ঠানটি সন্চালনা করেন কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া ইভা। উদ্বোধনী অনুষ্টান শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ শেষে অতিথিবৃন্দ মেলার ৩৩ টি স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন ফলজ,বনজ, ঔষধিগাছ সহ বিভিন্ন কৃষি উপকরণ প্রদর্শিত হয়।
Leave a Reply