মোঃফারুক হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেল ৪ ঘটিকায় কোরআনখানি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাকদীরুল আলম আজম , আলোচনা সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সাংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান,
সাধারণ সম্পাদক এ্যড.নজরুল ইসলাম,সহ সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলান,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তসিকুল,মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আল মামুন জ্বজ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকী সহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ আল হাম্মাদ রাজিব।
Leave a Reply