মোঃ নাজমুল হক সেলিম
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজারে সাদিয়া ট্রেডার্সের(শিবপুর) ডিলারশীপের মাধ্যমে চিনি, তেল ও মশুরডাল স্বল্পমূল্যে সাধারণ জনগণের মাঝে বিক্রি করা হয়। ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বৈকাল ২টার সময় “টিসিবি’র পণ্য, দামে সাশ্রয়ী, মানে অনন্য” স্লোগানকে ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম-২০২১ এর উদ্বোধন করেন ২নং চন্দননগর ইউপি চেয়ারম্যান জনাব বদিউজ্জামান বদি। ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম ২কেজি চিনি, ২কেজি মশুরডাল ও ২লিটার সয়াবিন তেল ৪৬০ টাকায় বিক্রয় করা হয়। বিক্রয়ের জন্য এক ট্রাকে ৬০০কেজি চাল, ৬০০কেজি মশুরডাল, ৬০০লিটার সয়াবিন তেল ভ্রাম্যমান ভাবে ৩০০ জন সাধারণ জনগণের মাঝে পণ্য বিক্রয় করা হয়। এতে পণ্য ক্রয় করতে আসা সাধারণ জনগণের লম্বা লাইন দেখা দেয়। পণ্যের পরিমাণ নির্ধারিত হওয়ায় অনেকে পণ্য নিতে এসে না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়।
Leave a Reply