মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ নিয়ামতপুর উপজেলার ৩নং ভাবিচা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা শ্রী প্রকাশ বর্মনের (৫৫) স্ত্রী বনলতা(৪৫) কে হত্যার উদ্দেশ্য মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগটি শ্রী প্রকাশ বর্মনের ছোট ভাই শ্রী স্বপন বর্মন এর বিরুদ্ধে। এ বিষয়ে ১নং শ্রী স্বপন বর্মন(৪০), ২নং শ্রী সজীব বর্মন(১৮) ও ৩নং শ্রীমতি সুশকি রাণী (৩৬) এর বিরুদ্ধে নিয়ামতপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন প্রকাশ বর্মন। এজাহার সূত্রে জানা যায়, বিবাদীগণ প্রায় সময় সামান্য বিষয় নিয়ে প্রকাশ বর্মনের পরিবারের সাথে ঝগড়া বিবাদ করে। প্রকাশ বর্মনের মেয়ে রিপা বর্মন(১২) এর চুলে বাধা কাকড়াটি স্বপন বর্মনের মেয়ে মাম্পির (১৩) মাথায় দেখে নিতে চায়। এ সময় মাম্পি গালিগালাজ করলে রিপা বর্মন মাম্পির মাথা থেকে কাঁকড়া খুলে নেয়। এ বিষয়কে কেন্দ্র করে গত ৮ আগস্ট সন্ধ্যায় ১নং বিবাদী বাঁশের লাঠি এবং ২নং ও ৩নং বিবাদী বাঁশের লাঠি ও গাছের ডাল নিয়ে প্রকাশ বর্মনের বাড়ির আঙিনায় অনধিকার প্রবেশ করে রিপা বর্মনকে গালিগালাজ করে এবং মারপিট করার জন্য ধেয়ে আসে। এ সময় প্রকাশ বর্মনের স্ত্রী বনলতা বিবাদীগণ কে গালিগালাজ করতে নিষেধ করলে ৩নং বিবাদী বনলতাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে ও রিপা বর্মনকে কিল ঘুষি মারে।১নং বিবাদী তার হাতে থাকা কাড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এমতাবস্থায় প্রকাশ আগাইতে আসলে ১নং ও ২নং বিবাদীগণ প্রকাশ বর্মনকে মারপিট করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন আগাইতে আসলে বিবাদীগণ প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। গ্রামবাসীর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় বনলতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার বনলতার মাথায় ৮টি সেলাই করেছে।
Leave a Reply