দেব প্রসাদ দাশ- স্টাফ রিপোর্টার
নড়াইল জেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়ন এর মাউলী বাজারে বিট পুলিশিং সমাবেশ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশ ও সমসাময়িক বিষয়ক অনুষ্ঠানে প্রশাসনের পক্ষে প্রধান অতিথি বা বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সার্কেল এ.এস.পি জনাব প্রনব সরকার এবং সঞ্চালক হিসাবে বীট অফিসার এস.আই এম.ডি ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
বীট পুলিশিং সমাবেশ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা সভায় সার্কেল এ. এস.পি জনাব প্রনব সরকার দূর্নীতি, মাদক,সাম্প্রদায়িক সম্প্রতি, পূজা মন্দিরের সিকুরিটি ও টিনএজ দের মোবাইল ব্যাবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। বলেন এই মাদকের কারনে যুব সমাজ ধংসের মুখে পতিত হচ্ছে।
সমাজের বিশৃঙ্খলা,পারিবারিক অশান্তির ও অকাল মৃত্যুর কারন এই মাদক। তাই মাদক কি ভাবে নির্মুল করা যায় তার জন্য আমাদের পাশাপাশি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। এছাড়া মাউলী ইউনিয়নে যাতে হিন্দু, মুসলিম ও সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি বজায় থাকে সেই জন্য পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের লোকজন দের মূখ্য ভূমিকা পালন করতে হবে বলে তিনি জানান। তিনি আসন্ন হিন্দু সম্প্রদায়ের দূর্গা পুঁজা উপলক্ষে প্রতিটি মন্দিরে পুলিশের পাশাপাশি দিজেদের পাহারা দেওয়ার জন্য এবং প্রতিটি মন্দিরে কলাপসিবল গেট সহ সিসি টিভি স্থাপন করার জন্য হিন্দু সম্প্রদায়ের সবাইকে বিশেষ ভাবে বলেন। তিনি আরও বলেন টিন এজ দের মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদ্বয়ের সন্তানদের নজরদারিতে রাখতে। যাতে তাদের ভবিষ্যতে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে না হয়। এছাড়া সবাইকে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে বলেন।
তার বক্তব্য শেষ করার আগে পুনরায় মাউলী ইউনিয়ন এর সাম্প্রদায়িক সম্প্রতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সবাইকে সর্তক থাকতে বলেন। বীট পুলিশিং সমাবেশ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মাউলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম সাজ্জাদ হোসেন এবং সাবেক মেম্বার বাবু বাসুদেব বিশ্বাস। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নড়াগাতী থানার সভাপতি বাবু মিন্টু কুমার ঘোষ, জয়েন্ট সেক্রেটারি দেব প্রসাদ দাশ। এবং মাউলী ইউনিয়ন এর বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিবর্গ।
Leave a Reply