দেব প্রসাদ দাশ।
স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রাম পূর্ব পাড়ার গত ৩০/০৭/২০২২ তারিখে জমিতে কৃষাণ দেওয়া নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে সন্ধ্যার দিকে।
পুলিশ ও নিহতের বড় ভাই এর কাছ থেকে জানা যায় যে গতকাল দুপুরে জমিতে জন দেওয়ার জন্য মিজানুর (৪০) নামে একজন কৃষাণকে আগে ঠিক করে রাখে নওয়াগ্রাম পূর্ব পাড়া নিবাসী মোঃ মুক্তার আলি (৫০) কিন্তু সেই কৃষাণকে একই গ্রামের মিজানুর নামের এক ব্যাক্তি নিয়ে যায় তার জমিতে কাজ করার জন্য এ বিষয় নিয়ে মোঃ মিজানুর ও ইমাম সরদারের সাথে বাকবিতণ্ডায় জয়িয়ে পড়ে মোঃ মুক্তার আলি।
এই ঝামেলার পরিপেক্ষিতে কাল সন্ধ্যার দিকে মোঃ মিজানুর ও তার বউ মোঃ মুক্তার আলি এবং তার ছেলেকে বাড়ি থেকে ডেকে রাস্তায় নিয়ে আসে এবং পূর্বপরিকল্পিত ভাবে সেখানে মোঃ মুক্তার আলি ও তার ছেলের ওপর মোঃ ইমাম সরদার,মোঃ মিজানুর, মিজানুর এর বউ,মোঃ কালু, মোঃ হাসেম, মনা মিয়ার স্ত্রী, মোঃ বোরান, মোঃ আফজাল ও মোঃ রমিজ, মোঃ মুক্তার আলি ও তার ছেলে ইসমাইল হোসেন (২১) এর উপর আতর্কিত হামলা চালায় এসময় মো : মোক্তার আলী কে মথায় সজরে আঘাত করা হয় এবং মারধরের পাশাপাশি পায়ে দেশীয় অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় এবং তার ছেলে ইসমাইল কে অমানবিক ভাবে মারধোর করে গুরুতর ভাবে আহত করা হয়।
তাদের দুই জনকে প্রথমে দীঘলিয়া এবং পরে লোহাগড়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়।
আজকে সকলে মোঃ মুক্তার আলীর অবস্থার অবনতি ঘটলে তাকে ততক্ষণে এম্বুলেন্স যোগে খুলনা ২৫০ বেডে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে তার ছেলে মোঃ ইসমাইল হোসেন লোহাগড়া উপজেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মোঃ মুক্তার আলির লাশ এখনো নোয়াগ্রামে তার নিজ বাড়িতে পৌঁছায়নি, খুলনা ২৫০ হাপাতালে ময়নাতদন্ত চলছে ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে আনা হবে।
এঘটনায় এখনো কোন মামলা হয়নি ময়নাতদন্তের পরে মামলা করবেন বলে তার বড় ভাই জানান।
এবং এঘটনায় জড়িতদের সকলের কঠোর শাস্তির দাবি করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন লোহাগড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলল।
Leave a Reply