মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
সারা দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করা হবে। তারই ধারাবাহিকতায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাংশৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গণে শহীদ মিনারের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার সকালে সাংশৈল স্কুলে এ ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
ভিত্তি প্রস্তর স্থাপনের কালে আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান নঈম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান, প্রধান শিক্ষক নাসরিন বেগম প্রমূখ।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত করা হয়।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের কাজ চলমান রয়েছে।
Leave a Reply