বৃহস্পতিবার দুপুরে রুটিন অনুযায়ী অঙ্গনওয়াড়ি স্কুলে ক্লাস চলছিল। দুপুর ১২টার দিকে ঝড়বৃষ্টি শুরু হয়। স্থানীয়রা জানান, আচমকা বাজ পড়ে অঙ্গনওয়াড়ি স্কুলের ওপর। এর পরই দেখা যায়, এক শিশু ও শিক্ষিকা মিতা চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ বোধ করছে অন্য শিশুরাও।
খবর পেয়েই হাসপাতালে ছুটে যান মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। তিনি বলেন, দুপুরে ঘটনা শোনার পর হাসপাতালে যাই। তবে ভাগ্য ভালো বড় কোনও ক্ষতি হয়নি। এক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। স্কুলের ক্ষয়ক্ষতি দ্রুত সারিয়ে দেওয়া হবে
Leave a Reply