মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে চোলাই মদ বিক্রির দায়ে জোসেফ মার্ডি (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মহাপাড়া গ্রামের মিলন চঁড়ের বাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জোসেফ মার্ডি নিয়ামতপুর সদর ইউনিয়নের চন্ডীপুর গ্রামের মৃত কিনু মার্ডীর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সেলিমুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রসুলপুর ইউনিয়নের মহাপাড়ায় অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে পালানোর চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ। জব্দ করা হয় ৫ লিটার চোলাই মদ।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জোসেফ মার্ডিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply