চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দলবেঁধে হামলার অভিযোগ উঠেছে। এসময় বাবা ও তিন চাচাতো বোনকে বেধড়ক পিটিয়ে জখম ও শ্লীলতাহানি করার অভিযোগ আহতদের। শুক্রবার সকালে (১৫ জুলাই) শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পরে চৈতন্যপুর গ্রামের মৃত সাজেমান মন্ডলের ছেলে মো. এনামুল হক (৬০) শিবগঞ্জ থানায় এনিয়ে অভিযোগ করেছেন।
পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত হয়েছেন, থানায় অভিযোগকারী চৈতন্যপুর গ্রামের এনামুল হক, তার মেয়ে চুমকি খাতুন (১৬), মোসা. আদরী বেগম (২৫) ও ভাতিজি মোসা. আনজু খাতুন (১৮)। এঘটনায় থানায় মামলা না নেয়ার অভিযোগ করছেন এনামুল হক ও তার পরিবার।
পুলিশ, থানায় অভিযোগ, হামলার শিকার পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার সকালে হঠাৎ করে এনামুল হকের বাড়িতে হামলা করা হয়। এসময় লাঠিসোঁটা, লোহার রড, হাঁসুয়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এনামুল হকের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলাকারীরা। হামলাকারীরা হলেন, একই এলাকার মৃত রইচউদ্দিনের ছেলে মো. চানু (৬৫), তার ছেলে সুমন (২৮), রুমন (২৫), তরিকুল (৩৮), শরীফ (৩৫) স্ত্রী রেবিনা বেগম।
জানা যায়, বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করলে এনামুল হককে মারধর শুরু করে হামলাকারীরা। এতে তার শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়। এসময় এনামুল হকের এই অবস্থা দেখে এগিয়ে আসে তার দুই মেয়ে চুমকি, আদরী ও ভাতিজি আনজু। পরে হামলাকারীরা তাদের উপর চড়াও হয়। বিভিন্নভাবে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে তাদেরকে। এমনকি পরিধান করা কাপড়চোপড় ছিড়ে যায়।
হামলার শিকার এনামুল হক বলেন, আমার ভাতিজি আনজুর আট সোনার কানের দুল ছিড়ে নেয় প্রতিপক্ষের রেবিনা বেগম। যার আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা। এছাড়াও আমার মেয়ে চুমকির হাতে থাকা আট আনার দুটি স্বর্ণের বালা যার মূল্য ৩৫ হাজার এবং একটি হুয়াই মোবাইল ঢ়ার মূল্য ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। আমি এর বিচার চাই। তাই থানা পুলিশের দারস্থ হয়েছে। আশা করি, এমন অমানবিক কাজের নায্য বিচার পাব।
এবিষয়ে কথা বলতে মো. চানু ও তার পরিবারের লোকজনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, মারামারির একটি অভিযোগ পাওয়া গেছে। মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। মামলা রেকর্ডের পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply