মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ নিয়ামতপুরে পর্নোগ্রাফি মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। গ্রেপ্তার ঐ যুবকের নাম মাহামুদুল হাসান মারুফ (২৩)। তিনি উপজেলা সদরের বালাহৈর গ্রামের মঈন উদ্দিন বাবুর ছেলে। মামলায় অপর আসামি মঈন উদ্দিনের স্ত্রী আয়েশা বেগম (৪২)।
এজাহার সূত্রে জানা যায়, বিগত দুই বছর পূর্বে ভুক্তভোগী তরুনীর সাথে বন্ধুত্ব হয় মারুফের। বন্ধুত্বের কারণে মারুফ ভুক্তভোগী তরুনীকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। জন্মদিনের এক পার্টিতে দাওয়াত করে বাড়িতে গেলে ঐ তরুনীকে মায়ের সহযোগিতায় নিজ ঘরে আটকিয়ে রেখে প্রেমের প্রস্তাব দেয় মারুফ। কিন্তু ঐ তরুনী রাজি না হওয়ায় তার ঘরে থাকা ছুরি দেখিয়ে অশ্লীল ছবি তুলে ছেড়ে দেয় ঐ যুবক। পরবর্তীতে যুবকের বাড়িতে না আসলে মোবাইলে তোলা অশ্লীল ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখানোয় মেয়েটি ছেলের বাসায় গেলে গোপন ক্যামেরায় অশ্লীল ভিডিও ধারণ করে। ভুক্তভোগী ঐ তরুনী মোবাইল নাম্বার পরিবর্তন করে গত ২৭ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখেই কাটছিলো ঐ তরুনীর জীবন। কিন্তু ভুক্তভোগী ঐ তরুনীর স্বামীর হোয়াটস অ্যাপে ধারণকৃত অশ্লীল ভিডিও পাঠায় এবং হুমকি প্রদান করে।
ভুক্তভোগী ঐ তরুনী জানান, মারুফ আমার জীবনকে তছনছ করে দিয়েছে। উপায় না পেয়ে থানায় মামলা করতে বাধ্য হয়েছি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আজ সকালে পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply