স্টাফ রির্পোটার :এস আর সাকিল
এই প্রথম জনপ্রিয় মডেল ও অভিনেতা “ডিএমসি সাগর খান” এর কণ্ঠে পর মানুষের গন্ধ নতুন গান মুক্তি পেতে যাচ্ছে।
হামিদ খান’র লেখা “পর মানুষের গন্ধ” এই গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির পরিচালনা ও অভিনয় করেছেন “ডিএমসি সাগর খান” এবং তার সাথে অভিনয় করেছেন “উর্মি চৌধুরী”এবং গানটিতে সুর করেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী “কে এইচ রিপন”সংগীত পরিচালনা করেছেন “অনিম খান”। এডিটিং করেছেন “ডিএমসি সাগর খান”
ডিএমসি সাগর বলেন, এটাই তার জীবনের প্রথম গান, শুধুমাত্র শখের বশে গানটা গেয়েছে।
এই গানটি মিউজিক ভিডিও আকারে দেখা যাবে, স্বনামখ্যাত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান ডিএমসি সাগর অফিশিয়াল ব্যানারে।
গানটি মুক্তি পাবে ১১ জুলাই শনিবার বিকাল ৫ টায়। গানটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওসহ প্রকাশ করা হবে ।
Leave a Reply