মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়ন পরিষদের টিআর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে অত্র ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিকে রোগীদের বসার সুবিধার্থে ২০ টি করে মোট ৬০টি চেয়ার প্রদান করা হয়েছে।
চেয়ারম্যান বদিউজ্জামান বদির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রতিদিনই রোগীর পরিমাণ বেশি হচ্ছে এবং চিকিৎসা গ্রহণ করছে। চিকিৎসা নিতে আসা বেশির ভাগ রোগীই মাতৃগর্ভা মা ও শিশু। বেশি রোগী হলেও তাদের বাসার ব্যবস্থা তেমন নেই। তাদেরকে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে চিকিৎসা ও ঔষধ নিতে হয়। রোগীদের কষ্টের কথা ভেবে ইউনিয়ন পরিষদের টিআর উন্নয়ন প্রকল্পের অর্থায়ন হতে চন্দননগর ইউনিয়নের ৩টি কমিউনিটি ক্লিনিকের প্রতিটিতে ২০টি করে চেয়ার প্রদান করা হয়। ৭ জুলাই বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কর্তৃক কমিউনিটি ক্লিনিকগুলোতে ২০টি করে চেয়ার প্রদান করা হয়। ক্লিনিকগুলো হলো ছাতড়া কমিউনিটি ক্লিনিক, রামনগর কমিউনিটি ক্লিনিক ও বুধুরিয়া (করমজাই) কমিউনিটি ক্লিনিক। চেয়ারম্যান বদিউজ্জামান বদি কর্তৃক ছাতড়া কমিউনিটি ক্লিনিকে প্রেরণকৃত চেয়ারগুলো ছাতড়া কমিউনিটি ক্লিনিকের জমিদাতা আব্দুস ছাত্তার ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানের হাতে হস্তান্তর করেন।
Leave a Reply