স্টাফ রিপোর্টার : এস আর সাকিল
এবার ঈদ আয়োজনে জনপ্রিয় গীতিকার জসীম মাহমুদ জীবন এর গীতিকথায়” তোকে ছাড়া বাঁচবো না” শিরোনামের রোমান্টিক ডুয়েট গানে কন্ঠ মিলালেন তরুন দুই শিল্পী সঙ্গীতা ইসলাম নেহা এবং হৃদয় অভ্র। গানটিতে সুর করেছেন প্রজন্মের তরুন গীতিকার সুরকার এলেক্স আব্দুস সালাম। মিউজিকে ছিলেন অনিম খান
গানটি মুক্তি পাবে music heaven oficial এর ব্যানারে।
জসীম মাহমুদ জীবন নতুনদের পাশে দাড়ানোর এক চেনা মুখ
তিনি জানান নতুনদের নিয়ে তার কাজ করার বেশি আগ্রহ আর সেই পথেই এগিয়ে চলেছেন
আর সেই উদ্দেশ্য সফলের জন্য এবার ঈদ আয়োজনে থাকছে জসীম মাহমুদ জীবন এর লেখায় বেশি কিছু তরুণ প্রজন্মের শিল্পী দের কন্ঠে বেশি কিছু গান ।
গান গুলো নিয়ে তিনি যেমন আশাবাদী উনি বললেন যে দর্শকেরও মন জয় করবে গান গুলো ।
জসীম মাহমুদ জীবন জানান তিনি অনেক নতুন শিল্পী গড়ার স্বপ্নের কারন হতে চান,,,
পেতে চান সবার ভালোবাসা,,,
সামনে যেনো অনেক কাজ করতে পারে নতুনদের নিয়ে সবার কাছে সেই দোয়া চান সবার কাছে ।
Leave a Reply