মোঃ নাজমুল হক সেলিম
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে ৬ষ্ঠ ধাপে উপজেলার ৮ ইউনিয়নে ৩১ জানুয়ারী সোমবার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ইউনিয়নে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খল ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে ২নং চন্দননগর ইউনিয়নে নির্বাচনে নৌকার প্রার্থী খালেকুজ্জামান তোতাকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত হয়েছেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ২নং চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বদিউজ্জামান বদি। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার দ্বিতীয় দিন গতকাল ২ ফেব্রুয়ারী ছাতড়া বাজারের দোকানদারদের ও সাধারণ জনগণের সাথে সালাম বিনিময় করেন। সালাম বিনিময় শেষে
বদি চেয়ারম্যান বলেন, গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চন্দননগর ইউনিয়নের ও জনগণের উন্নয়নের জন্য চন্দননগরবাসীর কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি তা কাজ করে দেখাতে চাই। চন্দননগর ইউনিয়নকে মাদক মুক্ত, দালাল মুক্ত করতে চাই। যারা মাদক সেবন ও ব্যবসা করে তাদের কয়েক দিনের মধ্যে ডেকে নিয়ে কথা বলবো। মাদকের সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে বলেন, আমার মাত্র দুটি কথা বলবো, হয় মাদক ছাড়ো নয়তো ইউনিয়ন ছাড়ো। তিনি আরও বলেন, আমি বেশি কথা না বলে কাজ করে দেখাতে চাই।
Leave a Reply