ময়মনসিংহ প্রতিনিধিঃ
বন্যাদুর্গত শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন ময়মনসিংহের আফরোজ খান মডেল স্কুল পরিবার। নেত্রকোনা জেলার কমলা কান্দ উপজেলার অন্তর্গত দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন
আফরোজ খান মডেল স্কুলের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির দিবা শাখার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোঃ হাসান ও প্রভাতি শাখার সহকারী শিক্ষক মোঃ সাদির উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়, লেংগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় বলেন, পাহাড়ি এলাকা হওয়ার জন্য এই এলাকায় বন্যাদুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ আসে নাই। আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটি সত্যিই প্রশংসনীয় ও ব্যতিক্রমধর্মী একটা আয়োজন। আমার জানা মতে এই পর্যন্ত এই ধরনের কোনো উদ্যোগ নেই নাই কোনো ব্যাক্তি কিনবা প্রতিষ্ঠান। আমি আপনাদের প্রতিষ্ঠানের উন্নতি কামনা করছি। অনুষ্ঠানে আরো বক্তৃতা রাখেন সহকারী শিক্ষক মোঃ হাফেজ মাওলানা হাসান স্যার এবং মোঃ সাদির উদ্দিন স্যার।
Leave a Reply