স্টাফ রিপোর্টার :এস আর সাকিল
ঈদের নতুন একটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে আসছেন চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় অভ্র। গানের শিরোনাম ‘বুক ফাটিয়া যায়রে আমার’।
“বুক ফাটিয়া যায়রে আমার” এই গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী হৃদয় অভ্র । গানটিতে এডিটিং করেছেন কে এইচ রিপন, মিউজিকে ছিলেন রুমন দেওয়ান ও ক্যালার, ড্রপ & ড্রন ছিলেন মাসুম খান। গানটিতে মিউজিক পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী রুমন দেওয়ান ভাই।
এই গানটি নিয়ে সঙ্গীত শিল্পী রুমন দেওয়ান বলেন, আমি গানটিতে সঙ্গীত পরিবেশন করে খুব ভালো লাগছে কেননা গানটি তে সম্পুর্ন মিউজিক সুর ও হৃদয় অভ্র যেভাবে গানটি গেয়েছেন সব মিলিয়ে আশা করি গানটি দর্শকদের মন জয় করবেন।
সম্প্রতি এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।ঢাকার স্বনামখ্যাত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান কে এইচ রিপন অফিসিয়াল ব্যানারে ঈদের ১ দিন আগে দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওসহ প্রকাশ করা হবে।
এ বিষয়ে মিউজিক ডিরেক্টর কে এইচ রিপন বলেন, বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় অভ্র অসংখ্য গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন।আমাদের মূল লক্ষ্য শ্রোতাদের সবসময় ভাল কিছু উপহার দেওয়া। একের পর এক আমরা জনপ্রিয় সকল মিউজিক শ্রোতাদের মাঝে উপর দিয়ে আসছি। সামনে আরও ভাল কিছু আসছে আপনাদের জন্য সঙ্গে থাকবেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে হৃদয় অভ্র বলেছেন, ‘সামনে আরও কিছু নতুন গান আপনারা পাবেন।, এবার ঈদে খুব বেশি নতুন গানে কণ্ঠ দেইনি। যা দিয়েছি তার মধ্যে ‘বুক ফাটিয়া যায়রে’ গানটি অন্যতম। এর কথা-সুর খুব মনে ধরেছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
Leave a Reply