বুল বুল আহম্মেদ ( বুলু)
বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে করোনা আক্রান্ত ব্যক্তি চার্জার ভ্যানে যাত্রী নিয়ে রাস্তায় ছুটে চলেছেন যাত্রীদের নিজ নিজ গন্তব্যস্থলে । করোনা আক্রান্ত ব্যক্তির প্রকাশ্যে ভ্যান নিয়ে রাস্তায় চলাচল করতে দেখে এলাকাবাসীর মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে।
বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২০ জুন উপজেলার জিধিরপুর গ্রামের বাসিন্দা মৃত আলিম মন্ডল এর ছেলে বাবু (৫৫) তার শারীরিক সমস্যা নিয়ে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ২১ জুন তার শরীরে করোনা পজেটিভ দেখা দেয়। তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। করোনায় আক্রান্ত বাবু হাসপাতালে না থাকার অজুহাত দিয়ে কৌশলে পালিয়ে যায়।
ঐ দিনই তিনি তার চার্জার ভ্যানে করে যাত্রী নিয়ে বিভিন্ন যায়গায় চলাচল করেন। স্থানীয় লোকজন তাকে যাত্রী নিয়ে রাস্তায় চলাচল করতে দেখে প্রতিবাদ করলে সে বাড়িতে চলে যায়।
রাতেই উপজেলা প্রশাসন থেকে তার বাড়িটি লকডাউন করে দেন এবং বাড়ির সামনে লাল রংয়ের লকডাউনের স্টিকার মেরে দেন।
তারপরও তিনি তার বাড়ির পাশের গ্রামে অবাধে চলাচল করতে থাকেন। গ্রামের লোকজন তার উপর ক্ষিপ্ত হলে তিনি বাড়িতে চলে যান।
সোমবার ( ২৮ জুন) আবারো তাকে চার্জার ভ্যানে যাত্রী নিয়ে বাজারের মধ্যে দেখা যায়।
বাজারের ভ্যান চালক রাজু, জুয়েল, রহমত সহ বেশ কিছু ব্যক্তি বলেন , সে করোনা আক্রান্ত রোগী। সে যদি এভাবে ভ্যান নিয়ে বাজারে আসে তাহলে আমাদেরও করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা কানিস ফারহানা বলেন, যদি করোনা আক্রান্ত ব্যক্তি এই ভাবে বাহিরে ঘোরাফেরা করে থাকে তাহলে এটা খুব দুঃখজনক। এতে করে অন্যরাও আক্রান্ত হতে পারে।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন বলেন, আমি দুই দিন আগেও তার বাড়িতে গিয়ে তাকে দেখে এসেছি। তার বাড়িতে লকডাউন দেওয়ার সর্বক্ষণ সেই বাড়িটি মনিটরিং টিম রয়েছে তারপরও বিষয়টি আমি খতিয়ে দেখতেছি।
Leave a Reply