দেব প্রসাদ দাশ।
স্টাফ রিপোর্টার।
নড়াইল জেলার নড়াগাতী থানার ওসি জনাব সুকান্ত সাহা ০৯/০১/২০২২ তারিখে নড়াগাতী থানায় যোগদান করেন।
বস্তুত তার যোগদানের আগে নড়াগাতী থানার কিছু গ্রাম কাইজা প্রবন এলাকায় প্রায়ই মারামারি, গ্যাঞ্জাম লেগেই থাকত বিশেষ করে ইরি মৌসুমে ধান কাটা নিয়ে এবং গোষ্ঠী গত দ্বন্দ্ব থেকেই এই কাইজা এবং মারামারির সূত্রপাত।
ওসি সুকান্ত সাহার বিশেষ উদ্যোগে বিভিন্ন গ্রামে এলাকায় মেম্বর এবং বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে বীট মিটিং করেন এর পরিপেক্ষিতে নড়াগাতী থানার আওতাধীন অঞ্চলে কাইজা এবং গ্যাঞ্জাম ও মারামারি নেই বল্লেই চলে।
এছাড়া তার যোগদানের পর সাম্প্রদায়িক সম্প্রীতি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
নড়াগাতী থানার অধীনস্থ এলাকায় মাদকের ছড়াছড়ি ছিলো।
যত্রতত্র হাতের নাগালেই মাদক পাওয়া যেত।
এতে যুব সমাজ ধংশের মুখে চলে যাচ্ছিলো এমতবস্থায় ওসি জনাব সুকান্ত সাহা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।
এবং মাদকের সিন্ডিকেট ধংস করেন এবং এলাকায় যুবসমাজকে নিয়ে সচেতন মূলক সভা করার মাধ্যমে মাদকের ব্যবহার অধিকাংশে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।
এসব বিষয়ে কালিয়া উপজেলার সার্কেল এ.এস.পি জনাব প্রনব সরকার বলেন ওসি জনাব সুকান্ত সাহা একজন খুবই চৌকস ও দ্বায়িত্বপরায়ন অফিসার।
তাকে সার্বিকভাবে পরামর্শ এবং দ্বায়িত্বের সাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিশেষে বলা যায় জনাব সুকান্ত সাহার মতন সৎ,নিষ্ঠাবান, কর্মঠ,আইনের প্রতি শ্রদ্ধাশীল অফিসার প্রতিটি থানায় থাকলে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশের পাশাপাশি পুলিশের প্রতি সাধারণ জনগনের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে।
Leave a Reply