মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় নিয়ামতপুরের সিএনজি চালক ও ৪ শিক্ষকসহ ৫জন নিহত হয়েছে। বেপরোয়া ট্রাক কেড়ে নিলো তাদের প্রাণ। আজ শুক্রবার (২৪জুন) সকাল ট্রাক, ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার ত্রি-মুখী সংঘর্ষে তারা নিহত হন এবং আরেক শিক্ষক আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মূমুর্ষ অবস্থায় ভর্তি হন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নওগাঁ সদর উপজেলার বাবলাতলা নামক এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পাঁচ জনই নিয়ামতপুরের বাসিন্দা। এদের মধ্যে চারজনই নিয়ামতপুরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা নওগাঁ থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন, নিয়ামতপুর উপজেলার বেলগাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন (৫৮)। তিনি বিজলী গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে। পানিহারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন (৪২)। তিনি বাদনেহেন্দা গ্রামের মৃত আতর আলীর ছেলে। গুজিশহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুন ফেরদৌস (৩৫)। তিনি ভাদরন্ড গ্রামের হাজী গফুর মোল্লার মেয়ে। আমকুড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার সহঃ শিক্ষক লেলিন সরকার (৩০)। তিনি গাইবন্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার (ডাঘর-সিতা) দুলাল গ্রামের মোস্তাফিজুর রহমান ছেলে এবং সিএনজি চালক নিয়ামতপুর সদর উপজেলার ডাংগাপাড়া গ্রামের সিরাজের ছেলে সেলিম (৫০)। একই ঘটনায় আহত ব্যক্তি হলেন নিহত জান্নাতুনের বোন নূরজাহান (৩০)। গুরুতর আহত হয়ে মুমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ামতপুর থেকে নওগাঁ গামী সিএনজিটি শিক্ষকদের বহন করে নওগাঁ সদর উপজেলার বাবলাতলা নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক নওগাঁ থেকে রাজশাহী গামী মালবাহী নিয়ন্ত্রনহীন একটি ট্রাকের সাথে মুখোমুখী এবং পিছনে থাকা (নওগাঁ গামী) ট্রাক্টরের সাথে ত্রি-মুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন। আহত অপরজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংবাদ পেয়ে ছুটে আসেন নওগাঁ পুলিশ ও ফায়ার সার্ভিসের দল। পরে নিহতদের লাশ উদ্ধার করেন তারা।
মুঠোফোনে যোগাযোগ করা হলে, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply