সোহেল রানা নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরে আজ মঙ্গলবার সকাল ১১ টায় সময় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সম্মিলিত কর্ম পরিকল্পনা প্রণয়নের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহি অফিসার পংকজ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন। তানোর থানা তদন্ত অফিসার,ওসমান গনি,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর।
এ সময় বক্তব্য রাখেন কামারগা ইউপি পরিষদ চেয়ারম্যান ফজলে হোসেন রাব্বি ফরহাদ, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুল নবী বাবু চৌধুরী ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান
এছাড়াও প্রতিটি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ও ইউপি মেম্বারা উপস্থিত ছিলেন।
Leave a Reply