রহিম আলী, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
অদ্য ১৯ জুন ২০২২ তারিখ জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ ও উপজেলা প্রশাসন, শিবগঞ্জ এর আয়োজনে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ঢাকা ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ঢাকার সহযোগিতায় “আম উৎসব- ২০২২” উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি লাইভ ম্যাংগো মিউজিয়াম থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত অনুষ্ঠানে জনাব এ কে এম গালিভ খাঁন, সম্মানিত জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মাহবুব আলী এম.পি, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মো: আবুল হায়াত, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, মাননীয় সংসদ সদস্য, ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-০১, জনাব মো: মোকাম্মেল হোসেন, সম্মানিত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, জনাব মো: আলি কদর, চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন করপোরেশন, জনাব জি এস এম জাফরউল্লাহ এনডিসি, বিভাগীয় কমিশনার রাজশাহী, জনাব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার), পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ, জনাব আলহাজ্ব মো: রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা, চাঁপাইনবাবগঞ্জ, জনাব সৈয়দ নজরুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ শিবগঞ্জ
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা ।
Leave a Reply