এম আফিফুররহমান কাউসার।
ভারতে সরকারের মুখপাত্র বিজেপি নেত্রী নুপুর শর্মা ও জিন্দাল কতৃক বিশ্ব মানবতার দূত মোহাম্মদ সঃ ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা রদিঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল টি বাদে জুমা পেঁচারদ্বীপ হিমছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ হইতে শুরু করে আমতালী ছড়া পর্যন্ত যাই।পরে তারা মিছিল নিয়ে হিমছড়ি জাদুঘর সংলগ্ন আদম তমিজ হক্ব কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অবস্থান করেন।
উক্ত প্রতিবাদ সবাই বক্তারা হুজুর সঃ কে কটাক্ষ করার নিন্দা জানান এবং ভারত সরকারের কাছে কটাক্ষকারীর দৃষ্টান্তা মূলক শাস্তির দাবী করেন। বক্তারা আরো বলে আমরা সবাই নবী প্রেমিক আমরা চাই শান্তি কিন্তু কিছু সংখ্যালুগু নাস্তিক রা বিশ্ব নবী কে নিয়ে বার বার কটুক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করতেছেন।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন খুনিয়া পালং ইউনিয়নের দুইবারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জনাব আব্দুল মাবুদ সাংবাদিক, ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য জনাব আলম সাহেব। হিমছড়ি মা’হাদ ওসমান বিন আফফান (রঃ) হেফজখানর প্রতিষ্টাতা পরিচালক আলহাজ্ব হাঃ মাওঃ মোহাম্মদ রশিদ সাহেব সহ এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনতা।পরে বিশ্ববাসীর কল্যান কামনা করে মুনাজাতের মধ্যদিয়ে সমাবেশ সমাপ্ত করেন।
Leave a Reply