মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বাঙ্গালীকে দাবিয়ে রাখার দিন শেষ বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেন, পদ্মা সেতু যেন না হয় সেজন্য বিএনপি বিভিন্ন দেশে তদবির করেছিল। কিন্তু কোন লাভ হয়নি। প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপে পদ্মা সেতু পদ্মার বুকে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী সেই সেতু উদ্বোধন করবেন। ২৩ জুন আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৫ জুন বাংলার গর্ব পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উপজেলাকে বর্ণিল সাজে সজ্জিত করে আনন্দ র্যালী বের করার জন্য আহ্বান জানান তিনি।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, শাহীন মনোয়ারা হক, যুগ্ন সাধারণ সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, তাজুল ইসলাম তোতা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply