স্টাফ রিপোর্টার: এস আর সাকিল
মাস কয়েক বাদেই আসছে ঈদ। আর ঈদকে ঘিরে নতুন নতুন গান নিয়ে এরই মধ্যে সোস্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে হৈচৈ । এখন পর্যন্ত বেশ কয়েকটি গান প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে গেছনে “ কে এইচ রিপন” । তার ভিতর জনপ্রিয় গান “কাল নিগীনি” গেয়ে সকল শ্রোতাদরে মন জয় করে নিয়েছেন কে এইচ রিপন । এই মাসেই তার কন্ঠে নতুন গান “নষ্ট জীবন” মুক্তি পেতে যাচ্ছে । গানটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ।
খোরশেদ আলম খুশি’র লেখা “নষ্ট জীবন” এই গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অনিম খান । গানটিতে কণ্ঠ ও এডিটিং করেছেন কে এইচ রিপন । গানটিতে মডেল হিসেবে দেখা যাবে “ডি এম সি সাগর খান, উর্মি চৌধুরী ও রফিকুল উসলাম বাবু । ঢাকার স্বনামখ্যাত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান কে এইচ রিপন অফিসিয়াল ব্যানারে ১৭ জুন শুক্রবার বিকাল ৩ টায় দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওসহ প্রকাশ করা হবে ।
প্রসঙ্গত, বর্তমান সময়ে তার গাওয়া ‘কাল নাগিনী ও আপন চিনলি না রে’সহ তার বেশকিছু গান পছন্দের তালিকায় রেখেছেন সঙ্গীতপ্রেমীরা। এরই মধ্যে বাংলা গানের জনপ্রিয়তার টপ-চার্টেও উঠে এসেছে কে এইচ রিপন এর বহু গান। পাশাপাশি ইউটিউব ভিউর শীর্ষ পর্যায়ে রয়েছে তার একাধিক গান। অপরদিকে, কেরিয়ারের শুরুতেই চমৎকার কিছু গান উপহার দিয়ে নন্দিত হয়েছেন কে এইচ রিপন। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সঙ্গীতপ্রেমীদের কাছেও তিনি দারুণ জনপ্রিয়।
Leave a Reply