চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আদিল নামের এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে মারধর করেছে দূর্বৃত্তরা। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মহাল্লার বাসিন্দা।
বুধবার (৮ জুন) রাতে নয়াগোলা মোড়ে তাকে মারধর করেন বলে থানায় বিচার চেয়ে অভিযোগ করেছেন আদিল।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আদিলের করা অভিযোগ সুত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে বুধাবার (৮ জুন) রাতে আদিলকে মারধর করেন মাসুম, শহিদ ও মিলন নামের তিনজন যুবক। এ সময় ওই তিনজন আদিলের কাছ থেকে ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
ভুক্তভোগী আদিল বলেন, আমার ট্রান্সপোর্ট ব্যবস্যা প্রতিষ্ঠানের সামনে আমার ওই তিন দূবৃত্ত মারধোর করেন। তারপরেও ওই রাতে আমের বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এ সময় জানালার থাই-গ্লাসগুলো ভেঙে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, এ ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট পেলে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্যা নেওয়া হবে।
Leave a Reply