দেব প্রসাদ দাশ।
স্টাফ রিপোর্টার।
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দেওভোগের আখড়া এলাকায় এই মর্মস্পর্শী ঘটনা ঘটে।
নিহতরা হলেন দেহভোগ এলাকার বিন্দাবন ঘোষের ছেলে রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫২), তার ভাই নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও আরেক ভাই রুপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ (৩৮)।
বৃষ্টির কারণে ঘরের মেঝেতে জল জমছিল। সেই জল বড় জা বিমলা রানী মুছতে গিয়ে ঘরের কেচি গেট ধরলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে পড়েন। এ সময় ঘরে থাকা অন্য দুই জা অসুস্থ ভেবে তাকে ধরতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্টে হন।
তিন জনেরই তাৎক্ষণিক মিত্যু ঘটে।
এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও আত্নীয়সজন আহাজারি সয্য করার মতন নয় মানসিক ভাবে সবাই বিপর্যস্ত অবস্থায় রয়েছে।
Leave a Reply