স্টাফ রিপোর্টার।
নড়াইল জেলা কালিয়া উপজেলার বড়দিয়া খেয়া ঘাট এলাকায় কাশেম সরদার(৩৫)নামে এক যুবককে নারীসহ আটক করেছিলেন স্থানীয় জনগন ৭জুন-২০২২ইং রোজ মঙ্গলবার বেলা ১১টার দিকে।ট্রলার থেকে বড়দিয়া ঘাটে নামার পরে সাথে থাকা নারীর সাথে তার আপত্তিকর কথাবার্তা হলে স্থানীয়দের সন্দেহ হয়।তারপর তাকে আটক করলে জনতার ভীড়াভিড় বেড়ে যাওয়ায় গন্যমান্য ব্যক্তিবর্গ তাকে হেফাজতে নিতে চাইলে সুকৌশলে কাশেম সরদার একজনকে মোটরসাইকেলে দিয়ে ধাক্কা মেরে আহত করে।তারপর নারীকে রেখে পালিয়ে যায়।কাশেম সরদার নড়াইলের লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের মৃত হেমায়েত সরদারের ছেলে।নারী বলেন মোবাইল ফোনের মাধ্যমে কিছু দিন আগে রং নাম্বারে কাশেমের সাথে পরিচয় হয়েছিলো এক পর্যায়ে দুজনের মধ্যে ঘনিষ্টতা তৈরী হয়। তারই জের ধরে তাকে গোপালগঞ্জ ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কালিয়া উপজেলার পানিপাড়া রোড কাশিয়াল ইউনিয়নের ইকোপার্কে নিয়ে যেতে চাইলে সে আপত্তি করে।স্থানীয়রা বিষয়টি জেনে যাওয়ার পর তাদেরকে আটক করে।এঘটনাটি বড়দিয়ার গনমাধ্যম কর্মীদের সাথে কাশেমের নানা একই গ্রামের হান্নান মাষ্টার ও তার মামা আনোয়ার বলেন কাশেম ছোট বেলা থেকে মামা বাড়িতে মানুষ হয়েছে।তারা কাশেমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন তার নামে অনেক রিপোর্ট শুনেছি। এবার আমাদের বাড়িতে তাকে আর রাখবো না বলে জানান।অবশেষে বড়দিয়া খেয়াঘাটে নারীসহ কাশেমের আটকের বিষয়টিকে ধামাচাপা দিতে কাশেমের স্বজনরা নিউজ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করে।কাশেমের শশুর একই গ্রামের নজরুল ইসলাম সাংবাদিকদের মোবাইল ফোনের মাধ্যমে বলেন প্রায় ৪বছর আগে তার মেয়েকে কাশেমের সাথে বিবাহ দিয়েছেন।তবে তার জামাতা কাশেম অন্য নারীর আসক্ত এবং জুয়াড়ির কারণে মেয়েকে ওর ঘরে না রাখার সিদ্ধান্ত নিলে কাশেম কৌশলে বাচ্চা নিয়ে নেয়।বর্তমানে তাদের ৮ মাসের একটি সন্তান রয়েছে।বিশেষ সূত্রে জানা যায়,কাশেম এর নামে এলাকায় অনেক ধরণের অপবাদ রয়েছে।
পার্শ্ববর্তী তেলকাড়াগ্রাম,মহাজন বাজার,বড়দিয়া বাজারসহ বিভিন্ন পয়েন্টে তার রয়েছে জুয়াড়িদের সাথে চলাফেরা।কয়েকবার পুলিশের অভিযানে কাশেম পালিয়ে রক্ষা পেয়েছে বলে জানা যায়।এছাড়া সুদ কারবারীর সাথে সংযুক্ত রয়েছে দীর্ঘদিন।কাশম এর চরিত্রগত একেবারেই নোংরা এবং অসামাজিক কাজে সব সময় নিয়োজিত।এলাকাবাসি জানান কাশেম নামের বখাটে লোকটি নারীনেশা,পাচাঁরকারী,জুয়ানেশা,মাদকনেশাসহ সমাজের খারাপের কাজে যুক্ত রয়েছে।এ সমাজে কাশেম এর মত চরিত্রহীন লোকের কারনে সমাজ বিনষ্ট হচ্ছে।কাশেমের অনৈতিক কাজের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন নড়াইলবাসী।নারীর ইজ্জত রক্ষার জন্য পরিচয় দেওয়া সম্ভব হয় নাই।বিষয়টি অবগত রয়েছে বড়দিয়া ঘাটের দোকানদারগনসহ এলাকার মানুষ।
#তথ্য সংগ্রহ-জাতীয় ক্রাইম রিপোর্টার#
সমাজের একজন চরিত্রহীন পরিচয়কারী কাশেম এর আরও তথ্য জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন-তাহলে পরবর্তীতে নিউজ করা হবে।
Leave a Reply