মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত ঘটনায় বীরমুক্তিযোদ্ধার পুত্রবধূ আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে ঐ গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত গৃহবধূ সুমাইয়া আক্তার জুথি(২১) উপজেলা সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের বোরহানের স্ত্রী। ওই ঘটনায় আহত গৃহবধূর স্বামী বোরহান গত সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে জমি দখলের মূল হোতা পানিশাইল গ্রামের মৃত আয়েজউদ্দিনের ছেলে মোফাজউদ্দিন (৫৫) কে গ্রেপ্তার করে।
এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয়ে উপজেলার পানিশাইল গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা ময়েজউদ্দিনের ছেলে বোরহান এবং একই গ্রামের মোফাজউদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। গত ৪ জুন সকালে বিবাদমান জমিতে জোরপূর্বক মোফাজউদ্দিনসহ তার পরিবার আম পাড়তে গেলে বোরহানের স্ত্রী সুমাইয়া আক্তার জুথী বাধা দিলে দেশীয় হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত করতে গেলে ডান হাতে বাঁচার চেষ্টা করলে ডান হাতে কেটে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন মোফাজউদ্দিন।
এ বিষয়ে নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মারধরের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply