স্টাফ রিপোর্টার।
নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের কুমড়ী মধ্যপাড়া গ্রামের কৃতি সন্তান পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।তিনি কুমড়ী গ্রামের সৈয়দ মনিরুজ্জামান(মনা মিয়া)র সুযোগ্য কন্যা সন্তান।দিঘলিয়া ইউনিয়নের কুমড়ী গ্রামের অহংকার তথা নড়াইল জেলার গর্ব।ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী ছিলেন।সৎ ও মানবিক সুযোগ্য পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত Additional DIG সৈয়দা জান্নাত আরা।অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলা রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) কমিটির সভাপতি সাংবাদিক মোঃ এনামুল হক,সাঃস্পাদক মোঃ ইমরুল হাসান,ডাঃমোঃ ইউসুফ আলী,মোঃ শাহিন পারভেজ,মোসাঃ সাথী বেগম,মোঃ কাজী ছিদ্দিকুর রহমান সুমন,রহমত-ই-খোদা,মোঃ মিলন মোল্যা,মোঃ তরিকুল ইসলাম,মোঃ আব্দুর রহমান,মোঃ উলফাদ শেখ,মোঃ জাহিদ খান,কাজী সাজ্জাদুর রহমান সবুজ,সহ আরও অনেকে।
এদিকে অভিনন্দন জানিয়েছেন কুমড়ী গ্রামের বাসিন্দা তারন্যের অহংকার,সমাজ সেবক,বিশিষ্ট ব্যবসায়ী,উজ্জল নক্ষেত্র,আগামী দিনের ইউনিয়নের সুযোগ্য ভবিষ্যৎ,ইউনিয়নের সকলের মধ্যমণি,ন্যায় বিচারক,নীতিবান,সৎচরিত্রের অধিকারী-সৈয়দ মিরাজুল ইসলাম নয়ন এর পক্ষ হতে কুমড়ী গ্রামের কৃতি সন্তান সৈয়দা জান্নাত আরা”র পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় শুভকামনা ও অভিনন্দন জানান।
দিঘলিয়া ইউনিয়ন নড়াইল জেলাসহ অন্যান্য জেলার থেকে আজ রবিবার ৫তারিখ পর্যন্ত ২৮৫জন বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ সৈয়দা জান্নাত আরা’কে অভিনন্দন জানিয়েছেন সকলের নাম দেওয়া সম্ভব হচ্ছে না,তবে একজন পুলিশ ইন্সপেক্টর শেখ ওহিদুজ্জামান ওহিদ অভিনন্দন জানিয়েছেন।সৈয়দা জান্নাত আরা”র জন্য সকলেই দোয়া করেন তার চলার পথ আরও সুদৃঢ় ও সুগম হোক এটাই প্রত্যাশা করেন।
ধন্যবান্তে-সৈয়দ মিরাজুল ইসলাম নয়ন।
Leave a Reply