মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে গলায় মার্বেল আটকে দেড় বছর বয়সের জয়দেব দাস নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুন) বিকেল ৫ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পখীরাপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। শিশু জয়দেব পখীরাপাড়া গ্রামের রতিকান্তের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রতিকান্তের বাড়িতে ছোট ভাইয়ের মেয়ের মুখে ভাত এর অনুষ্ঠান চলায় জয়দেব বাড়ির পাশে মার্বেল নিয়ে খেলা করছিল। এ সময় একটি মার্বেল মুখে দিলে কেঁদে ওঠে গলায় হাত বুলাতে থাকে। বাড়ির লোকজন টের পেলে মুখে হাত দিয়ে মার্বেল বের করার চেষ্টা করে। উপায় না দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জান্নাতুন ফেরদৌস এক্সরে করার পরপরই তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার জান্নাতুন ফেরদৌস বলেন, জয়দেবকে সন্ধ্যা ৬ টার পরে নিয়ে আসে। মার্বেল শ্বাসনালীতে আটকে যাওয়ায় অল্প সময়ের মধ্যে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এখন পর্যন্ত বিষয়টি আমাদের জানানো হয়নি।
Leave a Reply