নিজেস্ব প্রতিবেদন
প্রকাশিত, শুক্রবার ৩ জুন ২০২২ইং
নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন দিঘলিয়া ইউনিয়ন ও মাউলি ইউনিয়নের মাঝে চরমাউলি সকাল আনুমানিক ১১ঃ৪০ মিনিটের সময় ইসলাম মোল্যা নামের যুবককে কুপিয়েছে এবং তার মোটরসাইকেল ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে।
স্থানীয় তথ্য সুত্রে জানা যায়, সন্ত্রাসীরা এতো বেপরোয়া যে দিনের আলোই ও তাদের ভয় নেই , একের পর এক নতুন নতুন সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে যাচ্ছে।
স্থানীয় ১০/১৫ জনের একটা বাহিনী আছে, যাদের হাতে জিম্মি পুরো গ্রাম তাদেন ভয়ে মুখ খুলতে চাই না এলাকার কেউ।
নাম প্রকাশে অনিচ্ছুক, এক জন দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টারকে জানান, ইসলাম মোল্যা নড়াইল শহরে থাকেন, গ্রামের বাড়ির পাশের জালাল মোল্যা মৃত্যু হয়েছে ৩ দিন আজ তার মেজবানি ছিলো, নড়াইল থেকে ইসলাম মোল্যা ওই বাড়িতে আসলে, আগে থেকে ওতপেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে চলন্তগাড়িতে বাড়ি শুরু করে, এসময়ে যারা ঠেকাতে গেছে তারাও মার খেয়েছে, এবং তার সুজুকি গাড়ি ভেঙ্গে গুড়ো করে দিয়েছে।
ইসলাম মোল্যার কাছে থাকা টাকা, মোবাইল সব নিয়ে গেছে।
ইসলাম মোল্যা এখন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, এব্যাপারে এখন পর্যন্ত্র কোনো মামলা হয়নি।
Leave a Reply