মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ নিয়ামতপুরে অবস্থিত বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১ জুন) উপজেলা শহরের ৮ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে রেজিষ্ট্রেশন, সংরক্ষণ এবং বর্জ্যের অব্যবস্থাপনার কারণে ৯২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল থেকে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলমের নেতৃত্বে সদরে অবস্থিত প্রাইভেট ক্লিনিকে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) তারিকুল ইসলাম, (সার্জারী) মাইনুল ইসলাম, মনিরুল ইসলাম তরফদার, মেডিকেল অফিসার প্রনব কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার তূর্য রহমান, স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও থানা পুলিশের একটি দল।
নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম জানান, অত্র উপজেলায় অনিবন্ধিত হাসপাতাল, বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কিত প্রতিষ্ঠান বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সকলকে সতর্ক করা হয়। হাসপাতালের পরিবেশ সুন্দর রেখে রোগীদের সঠিক সেবা নিশ্চিতে অভিযান চলমান থাকবে।
Leave a Reply