মোঃ নাজমুল হক
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষ হয়েছে। মঙ্গলাবার দিনব্যাপী উপজেলার সরকারি হাইস্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৮টি ইউনিয়নের স্কুল পর্যায়ের চ্যাম্পিয়ন শিশুরা অংশগ্রহন করে। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল আলম। এর আগে ক্রিড়া প্রতিযোগীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রনজিৎ কুমার, মাকসুদুল হক আব্দুল হান্নানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
Leave a Reply