এই সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী সাগর ভাই ও তার ইতিমধ্যে বেশ কয়ক টি গান সোশ্যাল মিডিয়তে জনপ্রিয় লাভ করেন! আপনাদের মাঝে গীতিকবি এফ ডি,সি সাকিব লিখেছেন ও সাগর ভাইয়ের কন্ঠে ও সুরে এবং সংগীত পরিচালোনায় গানের শিরোনাম,, ওরে নিষ্ঠুর পাখি! ইতিমধ্যে ভিডিওর কাজ নির্মাণীত চলছে!
কিচু দিনের মাঝে গানটি #Sagor Vai Officeal ইউটিউব চ্যানেলের ব্যনারে প্রকাশিত হবে!
সংগীত শিল্পী সাগর ভাই আরো বলেন যে এফ,ডি,সি সাকিব ভাইয়ের লেখা গানটি অনেক সুন্দর আর আমি গানটি গেয়ে ও মিউজিক কোম্পোজিসোন করেও অনেটাই খুশি। সংগীত শিল্পী আরো বলেন এফ ডি,সি সাকিব ভাইয়ের বেশ কয়েকটি গান,, আমার কনঠে প্রকাশিত হবে
আশা করি র্দশকদের কে সামনে আরো ভালো কিছু গান উপহার দিবো।
আরো গীতিকবি এফ ডি,সি সাকিব বলেন যে, তরুণ প্রজনন্মের মিউজিক কোম্পোজার ও সংগীত শিল্পী সাগর ভাইকে গানটি দিতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করেন। এফ ডি,সি সাকিব আরও বলেন যে স্রোতাদের কে আরো ভালো গান উপহার দিবেন
Leave a Reply