বিশেষ প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভাতিজিকে ডাক্তার দেখাতে এসে মেডিকেলের পুরাতন ও জরাজীর্ণ ছাদের কংক্রিট (চটাই) ভেঙ্গে আহত হয়েছেন এক নারী।
আজ বৃহস্পতিবার (২৬ মে ২০২২) আনুমানিক ১২টা বিশ ঘটনাকার সময় আউট পেশেন্ট ডিপার্টমেন্ট (আউটডোর) এর ৩৫ নম্বর রুমের সামনে ঘটনাটি ঘটে ।
মেডিকেল সূত্রে জানা যায়, মহানগরীর সিপাহী পাড়া এলাকার লিখনে স্ত্রী মরিয়ম(২৮)(ছদ্মনাম) তার ভাতিজীকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে এসে আউটডোরের পুরাতন ও জরাজীর্ণ বিল্ডিংয়ের ছাদের চটাই (কংক্রিট) ভেঙ্গে নিজের আহত হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। আঘাত গুরুতর না হওয়ায় তাকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এই বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম ইয়াজদানীর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply