পুনর্গঠন হচ্ছে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটি। দীর্ঘদিন পর জেলা ও মহানগর যুবলীগের কমিটি পুনর্গঠন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে কেন্দ্র থেকে সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেন্দ্র ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৮ মে দক্ষিণ জেলা যুবলীগের, ২৯ মে উত্তর জেলা যুবলীগের এবং ৩০ মে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার আসন্ন ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ শেষনে সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন পরিচ্ছন্ন ও মেধাবী রাজনীতিবিদ এবং বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম মহানগর যুবলীগের আসন্ন সম্মেলনে সাবেক এই নেতাকে শীর্ষ নেতৃত্বে দেখতে চায় তৃণমূলের নেতা-কর্মীরা। তারা বলছেন, সৎ ও পরিচ্ছন্ন নেতা হিসেবে রাজনীতিতে আলাদা ইমেজ রয়েছে নুরুল আজিম রনির। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে মূল্যায়ন করবেন বলে আশাবাদী।
তথ্য মতে, আগামী ৩০ মে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই কংগ্রেসেই নির্ধারিত হবে চট্টগ্রাম মহানগর যুবলীগের পরবর্তী নেতৃত্ব।
সূত্র বলছে, ইতোমধ্যেই কেন্দ্রীয় কমিটি পদপ্রত্যাশী নেতাদের মধ্যে পরিচ্ছন্ন ও সৎ নেতাদের বায়োডাটা জমা নিয়েছেব। সংগঠনের নেতৃত্বে সৎ ও আদর্শবান নেতাদের প্রাধান্য দেওয়া হবে। সেই ক্ষেত্রে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরীর সাবেক সাধারন সম্পাদক (২০১৩-২০১৮) নুরুল আজিম রনি আসার সম্ভাবনা রয়েছে বেশী।
Leave a Reply